গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৯৮, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
বিষয়ঃ ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
---|---|---|---|---|---|---|
ক্রমিক নং |
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম |
সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ |
সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না |
সেবার লিংক |
মন্তব্য |
০১. |
ওয়েবসাইট পুনঃগঠন |
এ কার্যালয়ের ওয়েবসাইট পুনঃগঠনের ফলে নিয়োগসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। |
আছে |
হ্যাঁ |
- |
|
০২. |
সিসি টিভি স্থাপন |
অফিস প্রাঙ্গণে সিসি টিভি সংযোজন করার ফলে অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। |
আছে |
হ্যাঁ |
- |
- |
০৩. |
এসএসসি ও এইচএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা |
সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত এ কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন কর্মকর্তা-কমচারীদের এসএসসি ও এইচএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সংবর্ধনা প্রদানের ফলে শিক্ষা ও সৃজনশীল কাজে অধিক আগ্রহী হবে। |
আছে |
হ্যাঁ |
- |
- |
০৪. |
অনলাইন নিয়োগ কার্যক্রম |
এ কার্যালয়ের নিয়োগ কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার কারণে নিয়োগপ্রার্থীরা সহজে অনলাইনে চাকরির আবেদন করাসহ প্রবেশপত্র প্রিন্ট করতে সম্ভব হচ্ছে। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে নিয়োগপ্রার্থীদের নিকট লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জানানো সম্ভব হচ্ছে। |
আছে |
হ্যাঁ |
- |
|
০৫. |
বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত ও চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের নিমিত্ত ডেটা ম্যানজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টকরণ |
এ কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত যাবতীয় তথ্য ও চাকরির সকল ইতিবৃত্ত সংরক্ষণের নিমিত্ত ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন করা হলে, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের যেকোন সময় চাকরি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় তথ্য অতি অল্প সময়ে সরবরাহ করা সম্ভব হবে। |
- |
- |
- |
কার্যক্রম চলমান |